Site icon Mohona TV

তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্মাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে

তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্মাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে

তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্মাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে রংপুরের গঙ্গাচড়ার নোহালী, কোলকোন্দ, কাউনিয়ার বালাপাড়া, পীরগাছার ছাওলা, তাম্বলপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাদামসহ বিভিন্ন ফসলি জমি। হাজার হাজার বাসাবাড়িতে পানি ঢুকেছে। অনেক বাবাড়িতে এখন হাটু ও কোমড় পানি। লক্ষিটারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পানিবন্দি বয়স্ক ও শিশুদের নৌকায় করে উচু স্থানে নেয়া হয়েছে। বন্যা এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবারের তীব্র সংকট বিরাজ করছে। ভুক্তভোগিদের জন্য এখনও কোন ত্রাণ সামগ্রী বিতরণ করেনি কেউই। এদিকে বিভিন্ন পয়েন্টে ধরেছে তীব্র ভাঙ্গন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার রাতে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার সকাল ৯ টায় তা ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারও পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেক উপরে থাকবে।

 

author avatar
Editor Online
Exit mobile version