Site icon Mohona TV

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলায়। এসব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে জেলার ৫০ টি ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

পানিতে তলিয়ে গেছে প্রায় ১১হাজার হেক্টর ফসলি জমি, ভেসে গেছে প্রায় ৫৪ কোটি টাকার মাছ, ১১লাখ ৫০ হাজার টাকার হাস-মুরগী। এদিকে বানভাসী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। রয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। পানি উঠায় বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

author avatar
Editor Online
Exit mobile version