Site icon Mohona TV

শেরপুরে পাহাড়ি ঢলের  পানি কমলেও বাড়ছে নদীর পানি

শেরপুরে বন্যা পরস্থিতির কিছুটা উন্নতি  হলেও পানিবন্দ্বি ১০ সহাস্রাধিক মানুষ। পাহাড়ি ঢলে উজানে পানি কমলেও বাড়ছে নিম্নাঞ্চলে।

এতে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজলোর  নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সোমবার ব্রহ্মপুত্র নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর দু’ পাড় ভেঙে প্লাবিত হচ্ছে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বন্যা কবলিত অনেকের ভেসে গেছে ঘর, আসবাবপত্র, মুরগী ও মৎস্য খামার।

পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চলের শতশত লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রশাসন ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

author avatar
Editor Online
Exit mobile version