Site icon Mohona TV

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ব্যাতিক্রমধর্মী ছাগলের মেলা

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ব্যাতিক্রমধর্মী ছাগলের মেলা

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ব্যাতিক্রমধর্মী ছাগলের মেলা। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে খামারীদের উদ্বুদ্ধ করতেই এ মেলা অনুষ্ঠিত হয়।

আজ বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার প্রাণীজ সম্পদ কার্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারীরা অংশগ্রহণ করে।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার কাজী নজরুল ইসলাম। সদর উপজেলার প্রাণীজ সম্পদ কর্মকর্তা মোঃ শাহজালালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন পৃথিবীতে ৩ হাজার প্রজাতির ছাগল রয়েছে। এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুবই দ্রুত বর্ধনশীল। বছরে ৬ মাস পরপর এরা বাচ্চা দেয়। প্রতিবার ২-৩ টি করে বাচ্চা দেয় যা অন্যান্য প্রজাতি দিতে পারে না । এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেশি। এ জাতের ছাগল প্রতিপালনের ব্যায় ও অনেক কম। মেলায় বিভিন্ন স্থান থেকে ১০ জন খামারী অংশগ্রহণ করে । পরে সেরা ২ জন খামারীকে পুরষ্কৃত করা হয়।

 

author avatar
Editor Online
Exit mobile version