Site icon Mohona TV

ঈদের নতুন জামা কিনে না দেয়ায় শিশুর আত্মহত্যা

শেরপুরের শ্রীবরদীতে ঈদের জামা কিনে না দেওয়ায় মা বাবার সাথে অভিমান করে বৃষ্টি নামে ১১ বছর বয়সের
এক শিশু আত্মহত্যা করেছে।

শনিবার সকাল দশটার দিকে উপজেলার গড়জরিপা ইউনিয়নের উত্তর গড়জরিপা গ্রামে এক ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের সাহেব আলী ওরফে বিষু মিয়ার কন্যা।

জানা যায়, কয়েকদিন যাবত বৃষ্টি তার মা-বাবার কাছে নতুন জামা কেনার আবদার করে আসছিল। জামা কিনে না দেওয়ায় অভিমান করে শনিবার সকাল দশটার দিকে গলায় ওড়না পিচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে।  পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু।

মৃত বৃষ্টির মা আয়শা খাতুন বলেন, মাঝে মধ্যে বৃষ্টি কান্নাকাটি করতো। কয়েকদিন যাবত বৃষ্টির বাবা অসুস্থ্য।নতুন জামা কিনে দেয়ার জন্য খুব কান্নাকাটি করত, আজ জামা কিনে দেয়ার কথা কিন্তু সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল।  তিনি বলেন, শিশুটি কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল।

এ ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার  বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

author avatar
Editor Online
Exit mobile version