Site icon Mohona TV

পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি দিলো সেতু কর্তৃপক্ষ

পদ্মা সেতুতে সড়কপথের কাজ শেষ হওয়ায় এবার রেলপথ স্থাপনে কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সেতুপক্ষ থেকে রেল কর্তৃপক্ষে আজ থেকে দেওয়া হয়েছে কাজের অনুমতি।

আজ শনিবার সকাল ১০থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেলকর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল।  পরে জাজির প্রান্তে পৌছে বিষয়টি নিশ্চিত করেন তারা।

রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, অনেকদিন ধরেই আমরা চাচ্ছিলাম যে স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করব। আজকের এই শুভ দিনটি এসেছে। সবাই মিলে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়েছে। কিছুকাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না।

 

author avatar
Editor Online
Exit mobile version