Site icon Mohona TV

পটুয়াখালী বঙ্গোপসাগরে ২৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি, এর মধ্যে ১ টি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল 

পটুয়াখালী বঙ্গোপসাগরে ২৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি, এর মধ্যে ১ টি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে ২৬ টি মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৯ জেলেসহ এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সোনাচর সংলগ্ন গভীর সাগরের ছয়বাম এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজা। ডুবিয়ে দেয়া ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে গতকাল রাতে মৎস্য বন্দরে নিয়ে এসেছে মা বাবার দোয়া নামের অপর একটি ট্রলার।

ডুবিয়ে দেয়া ট্রলার ও ডাকাতির শিকার হওয়া জেলেরা জানান, ২২ থেকে ২৩ সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের হামলা চালিয়ে ট্রলারের মাছ সহ সকল মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে যায়। এসময় তারা আর বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। পরে রাত দশটার দিকে সাগর থেকে মা বাবার দোয়া নামের ট্রলারটি আমাদের উদ্ধার করে। কিন্তু এর আগে ডাকাতরা ওই ট্রলারের সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিষয়টি আমরা খোজ খবর নিয়ে দেখছি।

author avatar
Editor Online
Exit mobile version