Site icon Mohona TV

রংপুরে শ্রাবনের আসল রূপ ফিরে পেয়েছে, দীর্ঘ দিন পর অবিরাম ভারী বৃষ্টি

রংপুরে শ্রাবনের আসল রুপ ফিরে পেয়েছে প্রকৃতি। দীর্ঘ দিন পর অবিরাম ভারী বৃষ্টি।

তীব্র  তাপদাহ ও টানা ২ সপ্তাহ খরার পর গতকাল দুপুর থেকে চলছে মুসলধারে বৃষ্টি। এতে মানুষের মধ্যে ফিরেছে স্বস্থি। খরায় ফেটে যাওয়া আমন জমিতে চলছে আমন চাষ। কৃষি,মৎস্য ও পশু,প্রাণীর মধ্যেও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এ দিকে বৃষ্টি অব্যাহত থাকায় তিস্তাসহ নদ-নদীর পানি বাড়ছে । অতিরিক্ত পানি বাড়লে বন্যার আশংকা দেখা দিবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

author avatar
Editor Online
Exit mobile version