Site icon Mohona TV

কিশোরগঞ্জে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১ আগষ্ট: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অযৌক্তিক লাইসেন্স গ্রহনের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ ও তামাক পণ্য বিক্রয়ের জন্য আলাদা লাইসেন্স বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) কিশোরগঞ্জ জেলা শাখা। সংবাদ সম্মেলনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাসসুল ইসলাম খান মাসুম ও বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন।

বক্তারা বলেন,প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে তাদের পক্ষ থেকে এইরকম অবাস্তব আইন প্রণয়ন না করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিনীতভাবে আবেদন করছি। এসময় কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version