Site icon Mohona TV

গাজীপুরে বিদ্যুৎপৃষ্ঠে পোলট্টি ব্যবসায়ীর মৃত্যু!

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামে বিদ্যুৎপৃষ্টে এক পোলট্টি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ তোফাজ্জল হোসেন (৩৪) দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামের রমজান আলীর ছেলে। তিনি নিজে পোলট্টি চালাতেন এবং ফেরি করে দোকানে দোকানে ডিম বিক্রি করতেন। নিহতের স্বজনেরা জানান, তোফাজ্জল হোসেন একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি দিয়ে তার নিজের পোলট্রির উৎপাদিত ডিম বিভিন্ন দোকানে দোকানে ফেরি করতেন।

শনিবার ভ্যান গাড়িটি তিনি শোয়ার ঘরের পাশের একটি জায়গায় রেখে বৈদ্যুতিক সংযোগ থেকে চার্জ দিচ্ছিলেন। রোববার ভোররাত পৌনে চারটার দিকে হঠাৎ ভ্যান গাড়িতে আগুন দেখতে পান। দ্রুত কাছে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক লুবনা ইয়াসমিন বলেন, ভোর রাতের দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রাতে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার খবরে পুলিশ পাঠানো হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version