Site icon Mohona TV

সিরাজগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা, বখাটের মৃত্যুদন্ড

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুল ছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক বখাটেকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা  পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো এবং পূজা সরকারকে বিরক্ত করতো। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়ে গত ৩ মে ২০২১ সালে পুজা সরকার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় সঞ্জয় ওই বাড়িতে গিয়ে পুজাকে এলোপাথারী শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয় সরকার।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়ার পর সঞ্জয় চন্দ্র সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রধান করেন।

author avatar
Editor Online
Exit mobile version