Site icon Mohona TV

ভোলায় শাহবাজপুর গ্যাসক্ষত্রেরে ৬ষ্ঠ কূপ খননের কাজ শুরু

সারা বিশ্বে যখন জ্বালানি সংকট দেখা দিয়েছে তখন ভোলার শাহবাজপুর গ্যাসক্ষত্রে ৬ষ্ঠ কূপের খনন কাজ শুরু করা হয়ছে।

শাহবাজপুর গ্যাসক্ষত্রের এই ৬ষ্ঠ কূপ টবগী-১, কূপটি প্রায় ৩৫০০ মিটার গভীরতা র্পযন্ত খনন করা হব। কূপটি খনন করছে রাশিয়ার গ্যাসপ্রম নামের একটি কোম্পানি।

এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) পাওয়া যেতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।

পেট্টোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান গণমাধ্যমকে জানান, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই কূপ থকেে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে। যা গ্যাস সংকট নিরিসনে সহায়তা করবে।

উল্লেখ্য, দেশিয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকারি প্রতিষ্ঠান পেট্টোবাংলা। এ লক্ষ্যে ২০২২-২৫ সময়কালের মধ্যে সংস্থাটি মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাপেক্স রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মাধ্যমে ভোলায় টবগী-১ নামক অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে।

এ প্রকল্পরে আওতায় র্পযায়ক্রমে আরও ২টি অনুসন্ধান কূপ ইলশিা-১ ও ভোলা র্নথ-২ খনন করা হব। সব মলিয়ে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষত্রেরে ৬টি কূপে মোট ১.৬ টিসিএফ গ্যাস মজুদ রয়ছেে বলে ধারণা করা হচ্ছে।

author avatar
Editor Online
Exit mobile version