Site icon Mohona TV

শ্রীপুরে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে চুরি, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মোঃ রুবেলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০ টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী কল্পনা খানম ।

অভিযুক্তরা হলেন, উপজেলার ডোয়াইবাড়ি গ্ৰামের নুর মোহাম্মদের ছেলে মোঃ সাব্বির (৩৫), সাব্বিরের স্ত্রী মোছাঃ নিপা (৩০) ও বেড়াইদেরচালা গ্ৰামের আব্দুল আজিজের ছেলে মোঃ শফিক।

অভিযোগের প্রেক্ষিতে ও তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার তারা রাতে বাড়িতে ছিলেন না। সেদিন রাত দশটা নাগাদ বাড়িতে ফিরে আসেন। বাড়ির ফটকে প্রবেশ করতে গিয়ে দেখেন সেখানে তালা নেই । ফটক ধাক্কা দিয়ে বুঝতে পারেন ভেতর দিকে সেটি আটকানো। এ দৃশ্য দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের ফটক দিয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। বিকল্প পথে বাড়িতে প্রবেশ করে দেখতে পান, ঘরের সব জিনিসপত্র এলোমেলো।

তিনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, নতুন বাড়ি করার কাজের জন্য ঘরে দুই লাখ বিশ হাজার টাকা রাখা ছিল। টাকাগুলো নিয়ে গেছে। এছাড়া ঘরে রেখে দেওয়া ৪ ভরি ওজনের বেশকিছু স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন চুরি হয়েছে।

অভিযোগে বলা হয়, বিভিন্ন বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা তার সঙ্গে অনেক আগে থেকে শত্রুতা পোষণ করে আসছে। এর জেরে অভিযুক্তরা আগেও একাধিকবার তার বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় ।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

author avatar
Editor Online
Exit mobile version