Site icon Mohona TV

বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান

বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, নষ্ট হয়েছে ফসল। দেশটির এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে জলবায়ু মন্ত্রণালয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব ও খাইবার প্রদেশ।

পাকিস্তানে বন্যায় এই পর্যন্ত প্রায় এক হাজার ১৩৬ জনের প্রাণহানি হয়েছে। প্রায় তিন কোটির বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বিধ্বংসী আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।

author avatar
Editor Online
Exit mobile version