Site icon Mohona TV

মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ন তুলে দিতে গিয়ে তিন কবিরাজ আটক

তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে সময়ক্ষেপণ করায় পুলিশের কাছে ভুয়া প্রতারক কবিরাজদেরকে তুলে দেয় ভুক্তভোগী সহ স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীতে ।

শনিবার দিবাগত রাতে ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীর ইমান হোসেনের বসতঘরে তিনদিন ধরে অবস্থান নেয় তিন কবিরাজ।  তারা হলো পটুয়াখালী জেলার দশমিনা থানার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল থানার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।

প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন। বান্দরবান জেলায় ব্যবসার সুবাদে তার সাথে পরিচয়। দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেয়ার প্রতিশ্রুতি দেন।

তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজির করা হয় বলে জানান হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তফা আহমেদ।

 

author avatar
Editor Online
Exit mobile version