Site icon Mohona TV

শ্রীপুরে ওএমএস-এর চাল বিতরণে অনিয়ম! কেউ পাচ্ছেন ৩০, কেউ ৬০ কেজি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে । ৩০ টাকা দরে প্রতিজনকে সর্বোচ্চ পাঁচ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও তা না মেনে ১০-৬০ কেজি পর্যন্ত চাল দিচ্ছেন ডিলার ।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় ডিলার রাশেদুল ইসলামের দোকানে এমন দৃশ্য দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, গতকাল কয়েকজনকে দুই বস্তা (৬০ কেজি) চাল দেওয়া হয়েছে। পরিচিত ব্যক্তিদের সাথে পূর্বে যোগাযোগ করে নিয়মের বাইরে এসব চাল বিতরণ করা হচ্ছে। প্রতিবাদ করলেও কোনো লাভ হয়না।

আলেয়া বেগম নামে একজন বলেন, প্রথমে ৩০০ টাকায় ১০ কেজি চাল নিয়েছিলাম। পরে আবার এক হাজার টাকায় ৩০ কেজি নিলাম।

কফিল উদ্দিন নামের একজন বলেন, আমার ৫ কেজি পাই। রাশিদুলের সাথে গোপনে বললে বেশী নিচ্ছে। সেটা সরকারি বস্তায় দেয় না। বাড়ি থেকে বস্তুা নিতে হয়।

এ বিষয়ে জানতে ডিলার রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

চাল বিতরণে গঠিত ট্যাগ কমিটির সদস্য ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ মোহনা টেলিভিশন অনলাইনকে  বলেন, একজনকে পাঁচ কেজির বেশি চাল দেওয়ার নিয়ম নাই। বিষয়টি অবগত হয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিবেদন উর্ধতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে উনাদের নির্দেশে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত সরকারি নাম্বারে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

author avatar
Editor Online
Exit mobile version