Site icon Mohona TV

মানবস্বাস্থ্যকে হুমকিতে ঠেলে দিচ্ছে মাইক্রোপ্লাস্টিক

খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়ার মাধ্যমে মানবস্বাস্থ্যকে হুমকিতে ঠেলে দিচ্ছে মাইক্রোপ্লাস্টিক।পাশাপাশি মানুষের অসচেতনতায় এটি ধীরে ধীরে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এতে উদ্বেগ জানিয়ে উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ৯ কেজি। ইউরোপের মতো শিল্পোন্নত দেশে এর পরিমাণ একশ কেজি। তারপরও প্লাস্টিক ব্যবহারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এজন্য বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা প্রতিপালনে উদাসীনতা বা খামখেয়ালিপনাকে দায়ী করা হয়েছে।

হোটেল সোনারগাঁও এ নিয়ে এক কর্মশালায় অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, দূষণ কমাতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। এতে মন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির ওপর জোর দেওয়া হয়েছে।

সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে বলেও জানান মন্ত্রী।

author avatar
Editor Online
Exit mobile version