Site icon Mohona TV

এক সাথে মাদক সেবন, অতঃপর হত্যা

মেহেরপুর সদর উপজেলার মায়ামারী সড়কে ইজিবাইক চালক জামান হত্যাকাণ্ডের ঘটনায় শহিদুল ইসলাম বাচ্চু নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার কালিশঙ্করপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম বাচ্চু মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আবদুল লতিফের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম শহিদুল ইসলাম বাচ্চুকে কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রাম থেকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেফতার শহিদুলহ ইসলাম বাচ্চু ও নিহত জামান একসঙ্গে মাদক সেবন করতেন। ঘটনার দিন ময়ামারী সড়কের একটি লিচু বাগানে দুজনের নেশা করার পর শহিদুল ইসলাম বাচ্চু কৌশলের জামানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে ইজি বাইক নিয়ে পালিয়ে যাই। পরে ইজিবাইকটি কুষ্টিয়ার আলমপুর নামকস্থানে রাজিব নামের এক ব্যক্তির কাছ এক লক্ষ ৩০ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুরে পুলিশ ময়ামরী সড়কের একটি লিচু বাগান থেকে জামানের লাশ উদ্ধার করেন।

 

author avatar
Editor Online
Exit mobile version