Site icon Mohona TV

ভারত ট্রানজিট দেয়ায় উপকৃত হবে বাংলাদেশের পোশাকখাত

ভারত ট্রানজিট দেয়ায় বাংলাদেশের পোশাকখাত উপকৃত হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। করোনায় ক্ষতিগ্রস্ত পোশাক খাত চাঙ্গা করতে ঢাকায় মেইড ইন বাংলাদেশ উইক ইভেন্ট নামে বিশেষ আসর বসতে যাচ্ছে বলেও জানান তিনি।

ভারত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সফরে পোশাক শিল্পের প্রাপ্তি নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সই হওয়া সমঝোতা স্মারকের বদৌলতে এখন থেকে ভারতের সব বন্দর, সড়ক ও নৌপথ ব্যবহার করে মাশুল ছাড়াই যে কোন দেশে পোশাকসহ পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ, জানান বিজিএমইএর প্রেসিডেন্ট।

বৈশ্বিক সংকটে পোশাক শিল্পের রপ্তানি আদেশ ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এ শিল্পকে চাঙ্গা করতে ১২ থেকে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেইড ইন বাংলাদেশ উইক ইভেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে জানান ফারুক হাসান।

author avatar
Editor Online
Exit mobile version