Site icon Mohona TV

দাম কমা নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে হাস্যকর বললেন ব্যবসায়ীরা

চাল-সবজির দাম নিয়ে বাণিজ্যমন্ত্রীর দাবির সঙ্গে বাজারের কোন সাদৃশ্য নেই।অতি প্রয়োজনীয় দুটি পণ্যের দামই তরতর করে বাড়ছে। বাজারের অবস্থা না জেনে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন বেফাঁস কথা বলা মানায় না বলে মনে করেন ব্যবসায়ীরা। এতে সায় জানিয়ে পণ্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর  অনুরোধ জানিয়েছেন ক্রেতারা।

বাজারে কমেছে চাল ও সবজির দাম- শনিবার রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমনটা দাবি করলেও বাস্তবতা পুরোপুরি উল্টো।

রাজধানীর মিরপুর ১ নম্বর বাজারে গিয়ে জানা যায়, মাঝে কয়েকদিন কমতে শুরু করেছিল চালেরদাম। কিন্তু দুদিন ধরে ফের অস্থির বাজার। পাইকারি বাজারে না বাড়লেও খুচরা বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। পাইকাররা জানান, সবধরনের চালে বস্তাপ্রতি দাম বেড়েছে ৫০-১০০ টাকা।এ কারণে চাল সরবরাহ বন্ধ রেখেছেন মিলাররা।

দাম কমা নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে হাস্যকর বললেন ব্যবসায়ীরা। আর ভোক্তারা বললেন, মন্ত্রীর কথা কানে না নেয়াই বুদ্ধিমানের কাজ।

সবজিবাজারের চিত্রও বলছে একই কথা। দুদিন আগে বেগুন ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। এখন বিকোচ্ছে ৮০ টাকায়। মরিচের দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। নিয়মিত তদারকি ও সরকারের সদিচ্ছার অভাবেই বাজারের এমন পরিস্থিতি বলে অভিযোগ করেন ভোক্তারা।

author avatar
Editor Online
Exit mobile version