Site icon Mohona TV

ঘূর্ণিঝড় “জাওয়াদ” এর কারণে সৃষ্ট গভীর নিন্ম চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল

বঙ্গপসাগরের গভীর নিন্মচাপের প্রভাবে পটুয়াখালীর নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এবং সাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বইয়ে যাওয়ার আশঙ্কার কথা আবহাওয়া অফিস সতর্ক করলেও গত শনিবার থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত শুধু মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যহত আছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পটুয়াখালী শহর রক্ষা বাধ অকার্যকর থাকায় শহরের বিভিন্ন স্থানে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।

অন্যদিকে রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়ায় গ্রামের ভাঙ্গাভেরী বাধ দিয়ে লোকালয় পানি প্রবেশ করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রলার ও মাছধরা নৌকা সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার জন্য মাইকিং করেছে কোষ্টগার্ড। তবে সাগরের অধিকাংশ ট্রলার ও নৌকা ইতিমধ্যে নিরাপদে বন্দরে ফিরেছে।

author avatar
Editor Online
Exit mobile version