Site icon Mohona TV

ঝালকাঠিতে থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

ঝালকাঠি সদর থানায় পুলিশী হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে মাদকাসক্ত ওই যুবক আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আনুমানিক ২৫ বছরের ওই যুবকের নাম  রাজেস রায়। তার বাবার নাম অমল রায়।

পুলিশ জানায়, শহরের ব্রাক মোড় এলাকার বাসিন্দা অমল রায়ের মাদাকাসক্ত ছেলে রাজেস বাসায় বসে বিকেলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যাত হয়। এসময় প্রতিবেশিরা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে থানায় নিয়ে আসে। থানা হেফাজতের হেল্পডেক্সে ওই যুবককে রাখা হয়। আর এসময় তার বাবা অমল যান ছেলের জন্য রুটি কলা কিনতে। এসময় রাজেস নিজের পরনে থাকা লুঙ্গি গলায় পেচিয়ে থানার হেল্প ডেক্সের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরোও পড়ুন: লাশের গায়ে কয়েকশত লাঠির আঘাতের চিহ্ন !

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মইনুল হক  জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ।

এদিকে নিহত যুবকের বাবা অমল রায় জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলো। দীর্ঘ দিন তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়। থানা হেফাযতে ছেলের আত্মহত্যার ব্যাপারে কোন অভিযোগ নেই বলেও জানান বাবা অমল রায়।
author avatar
Editor Online
Exit mobile version