Site icon Mohona TV

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত রোডম্যাপ যথাযথ অনুসরণের মাধ্যমে ইসি সব দলের আস্থা অর্জন করতে পারবে, এমন আশা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে একাধিক দিনে ভোটগ্রহণের কথাও জানান তিনি। দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত কর্মপরিকল্পনা প্রকাশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমিশনার আলমগীর। এছাড়া, নির্বাচন প্রভাবিত করতে হয়রানিমূলক মামলাকে যাতে কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান আরেক কমিশনার আনিসুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে ইসি। এ উপলক্ষে নির্বাচন ভবন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন কমিশনার আহসান হাবিব খান।

প্রকাশিত কর্মপরিকল্পনায় সংসদীয় এলাকা পুননির্ধারণ, ভোটার তালিকা চুড়ান্ত করাসহ ৭টি করণীয় তুলে ধরা হয়। এতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আনিসুর রহমান বলেন,নির্বাচনকে প্রভাবিত করতে কেউ হয়রানিমূলক মামলা করতে পারবেন না।

প্রকাশিত রোডম্যাপ সঠিকভাবে অনুসরণ করা গেলে কমিশন সব দলের আস্থা অর্জন করতে পারবে বলে আশা জানান কমিশনার মোহাম্মদ আলমগীর।

দেড়’শ আসনে ইভিএমে ভোট নেয়ার পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে একাধিক ধাপে ভোটগ্রহণের ইঙ্গিতও দেন এ নির্বাচন কমিশনার।

author avatar
Editor Online
Exit mobile version