Site icon Mohona TV

ফেনীতে লেভেল ক্রসিংয়ের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফেনী রেলওয়ে স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে সহদেপপুর রেল ক্রসিং এলাকা থেকে শুরু করে ফেনীর শর্শদী রেল ক্রসিং পর্যন্ত অভিযান চলে। এসময় লেভেল ক্রসিং এর পশে থাকা অবৈধ ২০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এছাড়াও কৃষি কাজে ব্যাবহারের জন্য রেলওয়ের জায়গা ইজারা নিয়ে দোকান নির্মান করা এক জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্রগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, চট্রগ্রাম রেলওয়ের সহকারী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শহীদ উদ জামান, নির্বাহী প্রকৌশলী এ এম আকরাম আলী।

আরোও পড়ুন : ডাক্তার না হয়েও ডাক্তারি চিকিৎসা দিচ্ছেন নজরুল (ভিডিও)

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম জানান, রেলক্রসিং ও  লাইনের দুই পাশে দোকান নির্মাণ করে কিছু অসাধু লোক অবৈধভাবে ব্যবসা করে আসছিল এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় তাদেকে উচ্ছেদসহ জরিমানা করা হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version