Site icon Mohona TV

নেপাল কে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেই ফাইনালে এসেছিল বাংলাদেশ নারী দল । আর ফাইনালও সেই ধারাবাহিকতা ধরে রেখেই শিরোপার মুকুট জয় করলো সাবিনা খাতুনের দল।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামকে স্তব্ধ করে ৩-১ গোলে বিজয়ী হলো বাংলার মেয়েরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।

১০ মিনিটে ফুলব্যাক সিরাত জাহানের মাঠ ছাড়া শাপেবর হয়েছে বাংলাদেশের জন্য। তার বদলে নামা ফরোয়ার্ড শামসুন নাহার জুনিয়র কাজের কাজটি করেছেন। নেমেই তিন মিনিট পরই মনিকা চাকমার ক্রসে বল নেপালের জালে পাঠান শামসুন নাহার।

৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার।এরপর ৬৯ মিনিটে এক গোলে ব্যবধান কমায় নেপাল।

৭৬ মিনিটে আরো এক গোল দিয়ে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ফলে ৩-১ গোলে জয় পায় সাবিনা খাতুনের দল।

বাংলাদেশের জয়ের নেপথ্যে যারা ছিলেন: রুপনা চাকমা (গোলরক্ষক), সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

author avatar
Editor Online
Exit mobile version