Site icon Mohona TV

সরকারি ঘরসহ বিভিন্ন ভাতা দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরু‌দ্ধে। 

রাজবাড়ী‌তে সরকারি ঘরসহ বিভিন্ন ভাতা দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ম‌হিলা সংর‌ক্ষিত সদস‌্য না‌র্গিস আক্তারের বিরু‌দ্ধে।
রাজবাড়ী জেলার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি  ঘরসহ বিভিন্ন ভাতা বয়স্ক,বিধবা,মাতৃকা‌লিন,প্রতিব‌ন্ধি সহ ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার বহু মানু‌ষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অসহায় হতদরিদ্র পরিবারগুলো নার্গিস আক্তারকে টাকা দিয়ে এখন বিপাকে পড়েছে । ভুক্তভোগীরা অনেকেই প্রথ‌মে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন চন্দনী ইউ‌নিয়‌ন প‌রিষদ চেয়ারম্যান আব্দুর র‌বের বরাবর। এতেও কোন সুরাহা হয় নি।
এছারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘর উপহারের নামে ইউনিয়নের প্রায় অর্ধশতা‌ধিক হতদরিদ্র অসহায় পরিবারের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে সংরক্ষিত নারী সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে ।
এ‌বিষ‌য়ে না‌র্গিস আক্তা‌রের বক্তব‌্য নি‌তে গে‌লে বক্তব‌্য না দি‌য়ে উল্টো সাংবা‌দিক‌কে হুম‌কি দেয় এবং কোন প্রকার বক্তব‌্য দিতে রাজি হন নি ।
এ বিষ‌য়ে রাজবাড়ী সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা ব‌লেন,আ‌মি ইতিপূ‌র্বে মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার উপহারস্বরুপ, যার জ‌মি নেই ঘর নেই সে মানুষগু‌লো‌কে ঘর প্রদান করেছি, য‌দি কোন ব‌্যা‌ক্তি ঘর দেওয়ার কথা ব‌লে টাকা নেওয়ার অ‌ভি‌যোগ থাকে দ্রুত সম‌য়ে ব‌্যবস্থ‌্যা গ্রহন করা হ‌বে।
উল্লেখ্য, নার্গিস আক্তার গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপিনির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
author avatar
Editor Online
Exit mobile version