Site icon Mohona TV

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না দেওয়ায় বিদায় অনুষ্ঠান পন্ড

নাটোরের গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় মঞ্চের ব্যান্যারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না দেওয়ায় বিদায় অনুষ্ঠান পন্ড করে দিয়েছে কলেজ ছাত্রলীগ।

আজ সকালে (২২ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের আয়োজিত বিদায় অনুষ্ঠানের মঞ্চে টাঙ্গানো ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকাটা ছাত্রলীগের নেতৃবৃন্দের নজরে আসে। ছবি না থাকাকে ঘিরে কলেজ চত্বর উত্যপ্ত হয়ে উঠে। এতে মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননা করায় ক্ষিপ্ত হয় কলেজ ছাত্রলীগ। পন্ড হয় বিদায় অনুষ্ঠান। উপস্থিত সকল শিক্ষার্থীদের প্যান্ডেল থেকে বের করে দেওয়া হয়।

প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে কলেজ ছাত্রলীগ। প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীকে অবমাননা করায় কলেজ অধ্যক্ষ ড.একরামুল হকের অপসারনের দাবি তুলেন। পরে কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরোও পড়ুন : নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর মিলল ৩ জনের লাশ 

সমাবেশে বক্তব্য রাখেন,কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান সজীব ও সাধারন সম্পাদক আবু তাহের। বক্তারা, অবিলম্বে কলেজ অধ্যক্ষের এভুলের জন্য ক্ষমা চাইতে বলেন। পরে থানা পুলিশ এসে কলেজের পরিবেশ শান্ত করে।

 

 

author avatar
Editor Online
Exit mobile version