Site icon Mohona TV

উদ্ধারকৃত মৃদু বিষধর কালনাগিনী সাপ বনে অবমুক্ত

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধারকৃত মৃদু বিষধর কালনাগিনী সাপ বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রজপাড়া বনে এটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও কলাপাড়া বন বিভাগের বনকর্মী মো. রফিক।

এর আগে গতকাল দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর এলাকায় আল মনজির নামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে সাপটি আটকা পরে। পরে লাল কালো ছোট ছোট ফোটা বর্নের সাপটি সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এনিমেল লাভার অফ পটুয়াখালীর সদস্যরা।

আরোও পড়ুন : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না দেওয়ায় বিদায় অনুষ্ঠান পন্ড

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, এ সাপ সচরাচর দেখা যায়না। সাপটি অভয়ারন্যে অবমুক্ত করা হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version