Site icon Mohona TV

ঢাকা রেঞ্জের সেরা এএসপি গাজীপুরের কালিয়াকৈর সার্কেল!

ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬টি থানার ৪৩ টি সার্কেলের এএসপি-র মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের (শ্রীপুর-কালিয়াকৈর থানা) সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন। ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আন্তঃজেলা ডাকাতচক্র গ্রেফতার ও সার্কেলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার পান তিনি।
বুধবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে এ সনদ গ্রহণ করেন আজমীর হেসেন।
এ সময় ঢাকা রেঞ্জের এডমিন অ্যান্ড ফাইন্যান্স মো. সাইদুর রহমান খান (পিপিএম বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. মাসরুকুর  রহমান খালেদ (পিপিএম বার), এডিশনাল ডিআইজি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স বিপ্লব কুমার সরকার (বিপিএম-বার পিপিএম), ঢাকা রেঞ্জের পুলিশ সুপার ক্রাইম এনালাইসিস এন্ড কমিউনিটি পুলিশিং আক্তার হোসেন (পিপিএম) এবং অন্যান্য কর্মকর্তাসহ ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
কাজের স্বীকৃত স্বরুপ শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজমীর হোসেন মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, এ সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সকলের সহযোগীতা পেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রকৃত লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জনগণের কল্যানে কাজ করে যাবো।
উল্লেখ্য, আজমীর হোসেন ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে গাজীপুরের (শ্রীপুর-কালিয়াকৈর থানা) কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে “এয়ারপোর্ট আর্মড” পুলিশ ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
author avatar
Editor Online
Exit mobile version