Site icon Mohona TV

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন

পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে সর্বশেষ তথ্যমতে নিহতের সংখ্যা বেড়ে এখন দাড়িয়েছে ৫০ জনে । তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পূর্বের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ৪০ জনের যার মধ্যে নারী ২২ জন, পুরুষ ৭ জন এবং শিশু ১১ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়। তবে এখনো অর্ধশত নৌকার যাত্রী নিখোঁজ রয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বীপংকর রায় বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের দূ্র্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা ও আহতদের ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা করেছেন।

এদিকে গতকাল রোববার রাতে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সোমবার দুপুরে ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও ০১ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের বাসায় গিয়ে স্বজনদের সাথে দেখা করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। যাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

শেষ লেখা পর্যন্ত উল্লেখ্যযোগ্য হারে মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তবে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিস কর্মীরা সহায়তা করেছে।

author avatar
Editor Online
Exit mobile version