Site icon Mohona TV

মহেশপুর সীমান্ত থেকে ৪০ টি সোনার বারসহ সোনাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিছ সোনার বারসহ  আতিকুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত  আতিকুর রহমান মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।

বিজিবি খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এসময়  জলুলী  – যাদবপুর  গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় আতিকুর রহমানকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৪ কেজি ৬’শ ৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।

author avatar
Editor Online
Exit mobile version