Site icon Mohona TV

ময়মনসিংহে পুজোর ফ্রি হাট উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার 

ময়মনসিংহে পুজোর ফ্রি হাট কর্মসুচির উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল।

বেলা সাড়ে এগারোটায় জেলার আঠারো বাড়ীতে এ ফ্রি হাটের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

অসহায় দরিদ্র মানুষদের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ ফ্রি হাটের আয়োজন করে।

এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সবাইকে পুজার শুভেচ্ছা জানান এবং মানবিক এমন কাজের প্রশংসা করেন।প্রদীপ প্রজ্জ্বলন করে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন আয়োজিত ফ্রি হাট কর্মসুচির উদ্বোধন করেন।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার।

ফ্রি হাট থেকে ফ্রি পন্য পেয়ে খুশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা জানান পূজায় ফ্রি পন্য পেয়ে উৎসবটা আনন্দঘন হবে ।

এদিকে ফ্রি হাটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, মানবিক এমন কাজ করে আত্মতৃপ্ত তারা, ভারতীয় সহকারী হাই কমিশনার ফ্রী হাট উদ্বোধন করায় বেজায় খুশি তারা, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফ্রি হাটের আয়োজকরা ।

এবারে পুজোর আনন্দ উৎসব মূখর হবে এমনটাই প্রত্যাশা করেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, তিনি জানান পুজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ।

ফ্রী হাটে শতাধিক নিম্ম আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, জামা কাপড়, সেমাই, চিনি তেলসহ পুজোর সকল নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হয়।
author avatar
Editor Online
Exit mobile version