Site icon Mohona TV

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনক্স

চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি এরনক্স।  সুইডিশ একাডেমি এ ঘোষণা দিয়েছে। 

সুইডিশ একাডেমি এক বিবৃতিতে বলেছে, অ্যানি এরনক্স তার লেখায়সাহস ও উপলব্ধির তীক্ষ্ণতা উপলব্ধি নিয়ে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযম উন্মোচন করেন।

এছাড়া এরনক্স ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের শিকার জীবনকে পরীক্ষা করেছেন। তার লেখক হওয়ার পথ দীর্ঘ ও কঠিন ছিল।

অ্যানি এরনক্সকে সাহিত্যে নোবেল দেওয়ার ব্যাপারে নোবেল কমিটি বলেছে,  সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি।

অ্যনি এরনক্স তার সাহিত্যে গর্ভপাত,পরিবার নিয়ে লিখেছেন। 

নোবেল পুরস্কারের আর্থিক সম্মাননা হিসেবে এরনক্স পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

author avatar
Editor Online
Exit mobile version