Site icon Mohona TV

মাসা আমিনির মৃত্যুর কারণ জানাল ইরান সরকার

কুর্দি তরুণী মাসা আমিনি মাথায় বা শরীরে কোনো অঙ্গে আঘাত পেয়ে মারা যাননি,জানিয়েছেন ইরানের এক তদন্ত কর্মকর্তা ।

সেরেবাল হাইপোক্সিয়ায় আক্রান্ত হওয়ার পর শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে যায় তার। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

পুলিশ হেফাজতে মাসা আমিনি মারা যাওয়ার পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই সপ্তাহ ধরে এটি অব্যাহত আছে।

মাসা আমিনির বাবা দাবি করেছিলেন, তার মেয়ের পায়ে তারা দাগ দেখতে পেয়েছিলেন এবং মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছিলেন তিনি।

গত ১৩ সেপ্টেম্বর ঢিলেঢালা পোশাক এবং ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাকে আটক করে ইরানের ‘নৈতিকতা পুলিশ।’ এরপর পুলিশ হেফাজতে মারা যান তিনি।

author avatar
Editor Online
Exit mobile version