Site icon Mohona TV

কুমিল্লায় প্রতারক চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লা জেলার কয়েকটি পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২।

রবিবার রাতে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৪ নং মান্দারী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম জামিরতলী গ্রামের আব্দুর রহমান এর স্ত্রী নুসরাত জাহান জান্নাত ও তার তিনজন সহযোগী পশ্চিম জামিরতলী গ্রামের আমির হোসেন এর ছেলে আব্দুর রহমান, মোহাম্মদ নগর গ্রামের মৃত ইব্রাহিম এর ছেলে সাহাবুদ্দিন, মোহাম্মদ নগর গ্রামের সাহাবুদ্দিন এর স্ত্রী পারভীন আক্তার।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকায় রাতে পৃথক অভিযানে আরো ৩ জন সহযোগী চাঁদপুর জেলার শাহরাস্তি থানার থামপার গ্রামের মোঃ সোলায়মান মিয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শালমানপুর গ্রামের কিশোর খান এর স্ত্রী ফাতেমা আক্তার, কুমিল্লা জেলার বরুড়া থানার এগার গ্রাম এলাকার জাকির হোসেন আনু এর ছেলে মোঃ বশির উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের নিকট হতে ৯টি মোবাইল ফোন, ২টি চেক বই, নগদ ৩২ হাজার ৯শত টাকা এবং বরুড়ার ভাড়া বাসার চাবি উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত ৭ জন, ৩ জন পলাতক এবং ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

author avatar
Editor Online
Exit mobile version