Site icon Mohona TV

জন্মের পরেই দেওয়া হবে এনআইডি

শিশুর জন্মের পরই নিবন্ধন নম্বর দেয়া হবে, যা তার জাতীয় পরিচয়পত্রের নম্বর হবে, এমন বিধান রেখে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে, ট্যাক্স পরিশোধ জটিলতায় বন্দরে কোন জাহাজকে যাতে জরিমানা গুনতে না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকশেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক। এতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২, জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০, বাংলাদেশ ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির খসড়া এবং বৈশ্বিক মিথেন অঙ্গীকারে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠকশেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ। জন্মের পরই এ কার্ড হাতে পাবেন নাগরিকরা। সেখান থেকেই ভোটার আইডি কার্ড দেবে নির্বাচন কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আয়কর জটিলতায় কোন আমদানীকারককে জরিমানা গুণতে না হয়, সে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের লোডশেডিং বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যখ্যা দেবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

author avatar
Editor Online
Exit mobile version