Site icon Mohona TV

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চল জুড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে ,অন্তত ২২ জন এখনো নিখোঁজ রয়েছে এবং আরো বহু লোক আহত হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে পার্বত্য এলাকায় পৌঁছাতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।

আটকে পড়া লোকজনকে উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।

প্রদেশটিতে অন্তত ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। অবিরাম বৃষ্টির মধ্যে পার্বত্য এলাকায় পৌঁছাতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।

গত সপ্তাহে প্রবল বৃষ্টির সতর্কতা জারির পর কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেপালের জরুরি বিভাগ জানিয়েছে, কারনালি প্রদেশের কয়েকটি এলাকায় কারনালি নদীর পানি ১২ মিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

 

author avatar
Editor Online
Exit mobile version