Site icon Mohona TV

আসামিপক্ষের লোকজনের হামলার শিকার চার পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৪ অক্টোবর)   রাত সাড়ে সাতটার দিকে  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহত  চার পুলিশ সদস্যরা হলেন: গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেন, কনস্টেবল  সাজ্জাদ হোসেন,শাহরিয়ার।

এদের মধ্যে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, একটি মামলার পলাতক আসামিদের ধরতে  রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে  চারজন পুলিশ সদস্য গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় আসামী পক্ষের লোকজন । এতে গুরুতর আহত হয় চার পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ এসে পুলিশ সদস্যদের  উদ্ধার করে  গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামুনুর রশিদের দায়ের করা একটি  মামলার  অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে  আসামিপক্ষের লোকজনেরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা করে চার পুলিশ সদস্যকে গুরুতর আহত করে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও এ ঘটনায় জড়িতদের  গ্রেফতারে গ্রামের  বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

 

author avatar
Editor Online
Exit mobile version