Site icon Mohona TV

রাশিয়ান সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করে ১১ জন হত্যা

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ২ বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এই ঘটনাটি ঘটে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে দুই হামলাকারী সৈন্যদের ওপর অতর্কিত গুলি চালায় এবং পাল্টা গুলিতে হামলাকারীরা নিহত হয়।

হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে বিস্তারিত তথ্য জানায়নি তারা। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সংগঠিত করার আদেশের মধ্যে এই গুলির ঘটনা ঘটলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে (ইউক্রেনের বিরুদ্ধে) অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশকারী ব্যক্তিদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। 

 

উল্লেখ্য,গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরও তিন লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাজধানী মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধে অংশ না নিতে অনেক রাশিয়ান নাগরিক দেশ ছেড়ে যান।

author avatar
Editor Online
Exit mobile version