Site icon Mohona TV

সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে এক পর্যটক নিহত, আহত-৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী (জীব) খাদে পড়ে সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক নিহত, আহত-৬ 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়ী (ব্রাক্ষণবারিয়া-ক) উল্টে গিয়ে পাহাড়ী খাদে পড়ে বহু পর্যটক হতাহত হয়েছে।

আহত পর্যটকদের মধ্যে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।

আজ সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাহাড়ী খাদে পরে যায় গাড়ীটি। দূর্ঘটনায় নারীসহ আরো ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়।

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে আরেকটি চাঁদের গাড়ীযোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দূর্ঘটনা কবলিত পর্যটকগন ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

author avatar
Editor Online
Exit mobile version