Site icon Mohona TV

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মা ও ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ীতে বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। এ ছাড়াও ঘরের জানালা ও আসবাপত্র ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হল-তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম ও তাঁর ছেলে শহিদুল ইসলাম শহিদ । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলাম কে আটক করেছে পুলিশ।

আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম জানান,রাতে ফাহমিনা ও তাঁর ছেলে শহিদুল ইসলাম ঘরে অবস্থান করছিল। এসময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলে কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় আহত মা ও ছেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানান।

এদিকে খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  একেএম আলমগীর জাহান বলেন,ধারনা করা হচ্ছে শক্তিশালী কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে স্থানীয়রা জানান,ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মা ও ছেলে আহত হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবাগঞ্জের কর্তব্যরত চিকিৎসক ডা.ফরহাদ সুইট জানান,রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মা ফাহমিনা বেগমের মুখ, ডান হাত ও পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে।

অপরদিকে ছেলে শহিদুল ইসলামের বুকে,মুখে ও ডান হাতে স্প্লিন্টার ঢুকে গুরুত্বর  আহত হয়েছে। ধারনা করা হচ্ছে খুব কাছ থেকেই বিস্ফোরণে তাঁরা আহত হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

author avatar
Editor Online
Exit mobile version