Site icon Mohona TV

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে নাকাল টঙ্গী-উত্তরা জনপদ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে নাকাল টঙ্গী-উত্তরা জনপদ। ভাঙ্গাচোড়া সড়কে পানি জমে তীব্র আকার ধারণ করেছে যানজট। গণপরিবহন চালকরা বললেন, বিআরটি প্রকল্পের কারণে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কেই যন্ত্রণা পোহাতে হয় প্রতিনিয়ত। রাস্তার ভোগান্তিতে পথচারীরাও যারপরনাই ক্ষুব্ধ।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশের মতো রাজধানীতেও অঝোর ধারায় বর্ষণ। যার কারণে ধুকছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা গাজীপুর অংশ।

বিআরটি প্রকল্পের কারণে সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সারানোর তেমন উদযোগ না থাকায় বছরের পর বছর যানজটের ভোগান্তি সইছে লাখো মানুষ।  অন্য সময় যেমন-তেমন, বৃষ্টিতে যন্ত্রণা বাড়ে কয়েকগুণ।

পরিবহন চালকরা জানান, অন্তত দশ বছরের মধ্যে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ দেখা যায়নি। বিআরটির কাজ শুরুর পর, পাঁচ কিলোমিটার দূরত্ব পেরোতেও অনেক সময় পেরিয়ে যায় দেড় থেকে দু ঘন্টা।

হাঁটাপথেও যন্ত্রণা কম নয়। একে-তো ফুটপাত বলে কিছু নেই। তার ওপর প্রধান সড়ক কাদাপানিতে মাখামাখি।

উত্তরা-আব্দুল্লাপুর-টঙ্গীর মতো ব্যস্ত এলাকার ভোগান্তি নিরসনে উন্নয়ন প্রকল্পে, সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা।

author avatar
Editor Online
Exit mobile version