Site icon Mohona TV

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয় পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ । টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫০ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৭ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবারে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হয়। এতে ৩ রানে জয় পায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই ব্রিসবেনের গ্যাবারে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। সে সময় উইকেট শুকনো উল্লেখ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। খেলা শুরু হতে না হতেই ০(শূন্য) রানে আউট হন ওপেনার সৌম্য সরকার।

সৌম্য আউট হওয়ার পর জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। ২২ রানের জুটি গড়ার পর আউট হন লিটন। ১২ বলে ১৪ রান করেন লিটন।

লিটন দাস আউট হওয়ার পর সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত- এই দুই বাঁ-হাতি মিলে বাংলাদেশকে বেশ ভালো অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। ৫০ প্লাস রানের জুটিও গড়ে ফেলেন তারা দু’জন।

প্রথম ১০ ওভারে বাংলাদেশের রান ছিলে ৬৩, শেষ ১০ ওভারে এলো ৮৭। ফলাফলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান।

জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ১৪৭ রানে। শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন নি মোসাদ্দেক । ৩ রানের জয় ছিনিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেলো টাইগাররা। অবশ্য সামনে কঠিন দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৭ (শান্ত ৭১, সৌম্য ০, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯, মোসাদ্দেক ৭, সোহান ১, ইয়াসির ১*; এনগারাভা ৪-০-২৪-২, মুজারাবানি ২-০-১৩-২, চাটারা ৩-০-১৮-০, রাজা ৪-০-৩৫-১, ইভান্স ৩-০-৩২-০, মাধেভেরে ২-০-১৮-০, উইলিয়ামস ২-০-১০-১)।

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৮

author avatar
Editor Online
Exit mobile version