Site icon Mohona TV

জয়পুরহাটে হত্যা মামলায় দুইভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত জের ধরে গৃহবধু হাছিনা হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেওয়া হয়।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আঃ ছালামের ছেলে দুলাল হোসেন ও তার ভাই আওলাদ হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সাথে আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারপিট করে ।

পরে সে রাতে গৃহবধু হাছিনা রাতের খাওয়া শেষে তার ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আসামীরা হাছিনার স্বয়নকক্ষে ঢুকে হাছিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় ৩ অক্টোবর গৃহবধুর শশুর ক্ষেতলাল থানায় মামলা দায়ের করলে ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে দুইজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এ রায় ঘোষনার পর সন্ধ্যায় আসামীদের করা নিরাপত্তার মধ্য দিয়ে জয়পুরহাট জেলা কারাগারে নেওয়া হয়। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

author avatar
Editor Online
Exit mobile version