Site icon Mohona TV

ভারতের গুজরাটে সেতুধসের ঘটনায় গ্রেফতার ৯

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতুধসে শতাধিক নিহতের ঘটনায় সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করার পাশাপশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে ব্রিজের সংস্কার কাজের জড়িত ওরেভা প্রতিষ্ঠানকে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গেলো মার্চে কোনো টেন্ডার ছাড়াই ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে সেতু সংস্কারের কাজ দেয় মোরবি পৌর প্রশাসন। দুই কোটি রূপি বরাদ্দ থাকলেও ব্রিজের শতবর্ষী পুরনো বহু ধাতব ও কাঠের পাটাতন পাল্টানো হয়নি বলেও জানা গেছে।

সেতুটি পুনরায় খোলার আগে প্রশাসনিক কোনো অনুমতি নেয়নি ওরেভা। এমনকি জমা দেয়নি ফিটনেস সার্টিফিকেটও।এ কারণেই অতিরিক্ত মানুষের ভার বহন করতে না পেরে সেতুটি ভেঙে পরে মোচ্ছু নদীতে। দুর্ঘটনায় ৪৭ শিশুসহ প্রাণ হারায় ১৩৫ জন। এখনও নিখোঁজ অনেকে।

author avatar
Editor Online
Exit mobile version