Site icon Mohona TV

কুমিল্লায় ভুয়া ডিবির ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণায় সাত সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ( ০১ নভেম্বর ২০২২) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: আবদুর রহীম ও খন্দকার আশফাকুজ্জামান, ডিবি ওসি রাজেশ বড়ুয়া সহ সকল সাংবাদিকবৃন্দরা।

গত ৩১শে অক্টোবর প্রতারনার স্বীকার সাইফুল ইসলাম, কোতয়ালী মডেল থানায় একটি এজহার দায়ের করার পরিপেক্ষিতে কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন ভুয়া ডিবির একটি দলকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ব্যবহৃত ৯ টি মোবাইল, ১ টি ডিবি লেখা জ্যাকেট, ১ টি পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ২ রাউন্ড খয়েরী রং এর কার্তুজ গুলি ও ১ টি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

উক্ত আসামীরা করোনাকালীন সময়ে ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতি সংক্রান্ত র‌্যাবের দায়ের করা একটি মামলায় কোতয়ালী মডেল থানায় তদন্তাধীন রয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version