Site icon Mohona TV

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ সংক্রান্ত অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ পরোয়ানা জারি করেন। আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।

অবৈধভাবে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন, দুদক। এতে আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জোবায়দা রহমান এবং তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। এর প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

চলতি বছরের ২৬ জুন তারেক ও জোবায়দাকে পলাতক ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের এবং তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। রায়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়া হয়।

এ সংক্রান্ত চূড়ান্ত শুনানিশেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার করা মামলা বাতিলের আবেদন খারিজ করে রায় দেন। একই সঙ্গে আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

author avatar
Editor Online
Exit mobile version