Site icon Mohona TV

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মানুষের ভাগ্য পরিবর্তনের ব্রত নিয়ে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক সংকট বিবেচনায় নিজস্ব উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি সক্ষমতা বাড়ানোয় মনোযোগ দেয়ার তাগিদও দেন তিনি। সকালে বিসিএস তিনটি ব্যাচের আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যন্ত উন্নয়ন এবং সরকারি সেবা পৌঁছে দেয়ার কথাও জানান সরকার প্রধান।

করোনার কারণে দু’বছর পর, বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সরাসরি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২৪, ১২৫ ও ১২৬তম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও পদক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। যার কাণ্ডারী হতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন সময় পার করছে বলে জানান সরকার প্রধান। সংকট মোকাবিলায় নিজস্ব উৎপাদন বাড়াতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।

উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শহর ও গ্রামে সম-উন্নয়ন নিশ্চিত করতে হবে।

author avatar
Editor Online
Exit mobile version