Site icon Mohona TV

তিন মাস বন্ধ থাকবে গলাচিপা-ঢাকার লঞ্চ যোগাযোগ

পটুয়াখালীর লোহালিয়া সেতু নির্মাণ কাজের জন্য ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপা নৌপথে দোতলা লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিন মাস এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, হঠাৎকরে দোতলা লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই নৌপথের যাত্রীরা।

এদিকে বুধবার(০২ নভেম্বর ২০২২) ভোর চারটার দিকে ঢাকা থেকে আসা এমভি বাগের হাট-২ লঞ্চটি পটুয়াখালীর লঞ্চ টার্মিনালে গেলে স্থানীয় প্রশাসন সকল যাত্রীরদের নেমে নিজেদের গন্তব্যে যাওয়ার নির্দেশ দেয়।

অপরদিকে গলাচিপা পৌর এলাকা সহ শতাধিক ব্যবসায়ীর পণ্য অতিরিক্ত ভাড়া দিয়ে পরিবহণ করতে হয়েছে। লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন গলাচিপা, আমখোলা, কলাগাছিয়া সহ বিভিন্ন এলাকার যাত্রী ও ব্যবসায়ীরা। এতে যাত্রী, ব্যবসায়ী ও লঞ্চ কর্তৃপক্ষেরমধ্যে চরম ক্ষোভের সৃষ্টিহয়েছে।

তবে উন্নয়ন কাজের জন্য কিছু সেক্রিফাইস করতে হয়-এমনটা জানিয়েছেন পটুয়াখালী জেলাপ্রশাসক মো. কামাল হোসেন

author avatar
Editor Online
Exit mobile version