Site icon Mohona TV

সীমান্তে চোরাকারবারির হামলায় টহলরত সোর্সসহ বিজিবির সদস্য আহত

নওগাঁর ধামইরহাট সীমান্তে টহলরত অবস্থায় চোরাকারবারির হামলায় সোর্সসহ বিজিবির সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ( ০৪ নভেম্বর ২০২২) ভোরে ধামইরহাট উপজেলায় বস্তাবর-ভারতীয় সীমান্তের শাখাহাটি বাজারে হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারেক হোসেন। বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান, বিজিবির সোর্স তারেক হোসেন জানতে পারেন ওই সীমান্ত দিয়ে এক দল চোরাকারবারি ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার মজিবর হোসেন ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের আটকের চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করে তারা পালিয়ে যায়।

হামলায় সুবেদার মজিবর ও সোর্স তারেক আহত হন। সুবেদার মজিবর হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় সকালে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। আহত সোর্স তারেককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে চোরাকারবারিদের অস্ত্রের আঘাতে বিজিবি সদস্যসহ দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

,

author avatar
Editor Online
Exit mobile version